এমএইচ৩৭০ অনুসন্ধানে শনাক্ত সংকেত ব্ল্যাক বক্সের সঙ্গে সঙ্গতিপূর্ণ

এমএইচ৩৭০ অনুসন্ধানে শনাক্ত সংকেত ব্ল্যাক বক্সের সঙ্গে সঙ্গতিপূর্ণ

qH1r~H5-360মালয়েশিয়ার নিখোঁজ বিমান এমএইচ৩৭০’র খোঁজে ভারত মহাসাগরে তল্লাশিকালে একটি চীনা জাহাজের শনাক্তকৃত সংকেতটি বিমানের ব্ল্যাক বক্স থেকে যে ধরনের সংকেত পাঠানো হয় তার সঙ্গে ‘সঙ্গতিপূর্ণ’ বলে জানিয়েছেন ধ্বংসাবশেষ উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীর সাবেক প্রধান অ্যাঙ্গাস হিউস্টন।
মালয়েশিয়ার বিমান অনুসন্ধান অভিযানের সমন্বয়ক হিউস্টন বলেন, একটি চীনা জাহাজ প্রথমে শনিবার সকালে একটি সংকেত শনাক্ত করে। এর কয়েক ঘণ্টা পর জাহাজটি দ্বিতীয় বারের মতোও একটি সংকেত শনাক্ত করে।
এয়ার চিফ মার্শাল হিউস্টন বলেন, এটি ‘গুরুত্বপূর্ণ ও উৎসাহব্যঞ্জক অগ্রগতি’। তবে তিনি বলেন, এই তথ্য এখনো পরীক্ষা করা হয়নি।
এদিকে রোববার অনুসন্ধানে নিয়োজিত বিমান ও জাহাজগুলোক সংকেত শনাক্তকরণের এলাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ এইচএমএস ইকো পরবর্তী তদন্তের জন্য ওই এলাকার দিকে অগ্রসর হচ্ছে। জাহাজটি সোমবার ভোর রাত নাগাদ ওই এলাকায় পৌঁছবে বলে আশা করা হচ্ছে।
হিউস্টন সাংবাদিকদের বলেন, অস্ট্রেলিয়ার বিমান বহরও এই দিকে যাত্রা করেছে। অন্যস্থানে একটি তৃতীয় সংকেত তদন্ত শেষে অস্ট্রেলিয়ার জাহাজ ওশান শিল্ডও এই দিকে যাত্রা করবে।
মালয়েশিয়ার বিমানটি গত ৮ মার্চ নিখোঁজ হয়। তদন্তকারীদের বিশ্বাস এটি দক্ষিণ ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে। বিমানের ব্যাটারিচালিত ব্ল্যাক বক্স থেকে সংকেত পাঠানো ৩০ দিন পর দুর্বল হয়ে পড়ে।
শনিবার বিমানের ফ্লাইট রেকর্ডারের সংকেতের বৈশিষ্টের সঙ্গে সঙ্গতিপূর্ণ প্রথম সংকেত শনাক্ত করার পর এয়ার চিফ মার্শাল পার্থের কাছে পিয়ার্স বিমান ঘাঁটিতে এক নিউজ ব্রিফিংয়ে একটি দ্বিতীয় সংকেত শনাক্ত করার কথা জানান।
তিনি বলেন, ‘পার্থের স্থানীয় সময় শনিবার বিকালে প্রথম স্থানের দুই কিলোমিটারেরও কম দূরত্বে আরেকটি শব্দ সংকেত শনাক্ত করা হয়েছে। দ্বিতীয় সংকেতটি ৯০ সেকেন্ড স্থায়ী হয়।’
তবে তিনি এই সংকেতকে সতর্কতার সঙ্গে গ্রহণের আহ্বান জানান।

আন্তর্জাতিক শীর্ষ খবর