‘সঞ্চয় দুর্দিনের বন্ধু’ -এ স্লোগনকে সামনে রেখে শনিবার থেকে শুরু হয়েছে জাতীয় সঞ্চয় সপ্তাহ। জাতীয় সঞ্চয় অধিদপ্তর রাঙ্গামাটির ব্যুরোর ব্যবস্থাপনায় সকাল ১০টায় রাঙ্গামাটি পৌর প্রাঙ্গণ থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
রাঙ্গামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. মোস্তাফিজুর রহমান র্যালীর নেতৃত্ব দেন। জেলার সরকারি দপ্তরসমূহের কর্মকর্তা কর্মচারি, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও জনপ্রতিনিধিরা র্যালীতে অংশগ্রহণ করেন।
র্যালীর পর জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা সঞ্চয় অফিসের সহকারি পরিচালক মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. মোস্তাফিজুর রহমান। কর্মচারি ইউনিয়ন নেতা নুরুল হকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহজাহান মজুমদার ও শ্রমিক নেতা মিজানুর রহমান।
এবারের জাতীয় সঞ্চয় অধিদফতরের স্লোগান হলো- “সঞ্চয় জাতির সমৃদ্ধি আনে, সঞ্চয় করুন দেশ গড়ুন”।
আগামী ১১ এপ্রিল পর্যন্ত সঞ্চয় সপ্তাহ চলবে।