নেইমারকে ডাইভিং থামাতে বললেন পেলে

নেইমারকে ডাইভিং থামাতে বললেন পেলে

indexফ্রি কিক জিততে কোনো কারণ ছাড়াই নেইমার মাটিতে পড়ে যায়, এমন সমালোচনা হয়ে এসেছে বেশ কিছুদিন ধরেই। এবার ফুটবল কিংবদন্তি পেলেও একই অভিযোগ করলেন। অবশ্য ব্রাজিলিয়ান লিজেন্ডের মতে গত মৌসুমে ন্যু ক্যাম্পে আসার পর থেকে ২২ বছর বয়সী তারকার ডাইভিং প্রবণতা আগের চেয়ে কমেছে।

পেলে ইএসপিএন’কে জানান,‘আমার মনে হয় নেইমার ফাউল তৈরি করতে চায় এবং পরিস্থিতি যেটা না সেটা করে।’

বিশ্বকাপজয়ী অধিনায়ক আরও বলেন,‘সান্তোসেও তার একই সমস্যা ছিল। ইউরোপে ভিন্ন পরিস্থিতি বলে অনেক ক্ষেত্রে ও উন্নতি করেছে। ফুটবল অনেক কঠিন, এখানে আরও বেশী শরীরী লড়াই। খেলোয়াড় হিসেবে বড় হতে গেলে এটা ওর জন্য বড় সুযোগ।’

বার্সেলোনার হয়ে ৪০ ম্যাচে নেইমার ইতোমধ্যে ১৭ গোল করেছেন।

খেলাধূলা শীর্ষ খবর