মার্কেজের অবস্থার উন্নতি ॥ বাড়ি যাওয়ার আগ্রহ প্রকাশ

মার্কেজের অবস্থার উন্নতি ॥ বাড়ি যাওয়ার আগ্রহ প্রকাশ

5DF0D6EF-773B-406D-B8FD-90C462EB34C6_mw1024_n_sকলম্বিয়ার নোবেলজয়ী ঔপন্যাসিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। শনিবার তিনি কিছুটা সুস্থ বোধ করছেন। বাড়ি যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
তার পরিবার ও হাসপাতাল সূত্রে এ কথা বলা হয়েছে।
মার্কেজ (৮৭) তিন দশকেরও বেশি সময় ধরে মেক্সিকোয় বসবাস করছেন। ফুসফুসে সংক্রমণ ও পানিশূণ্যতার কারণে গত সোমবার তাকে মেক্সিকোর ন্যাশনাল মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড নিউট্রেশন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
তার ছেলে গঞ্জালা গার্সিয়া বার্চার ইনস্টিটিউটের বাইরে অপেক্ষমান সাংবাদিকদের বলেন, তিনি এখন অনেকটাই ভালো আছেন। বাড়ি যেতে চাচ্ছেন।
আগামী মঙ্গলবার তিনি হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন বলে বার্চার উল্লেখ করেন।
১৯৮২ সালে নোবেল পাওয়া মার্কেজের উল্লেখযোগ্য উপন্যাস ‘ওয়ান হানড্রেড ইয়ার্স অব সলিটিউড’। লাখ লাখ কপি বিক্রি হওয়া বইটি বিশ্বের ৩৫টি ভাষায় অনূদিত হয়।
উল্লেখ্য সাহিত্যে যাদু বাস্তবতা প্রয়োগে মার্কেজের কৃতিত্ব বহুলভাবে স্বীকৃত।

আন্তর্জাতিক শীর্ষ খবর