পাকিস্তান টি-২০ অধিনায়ক মোহাম্মদ হাফিজ পদত্যাগ করায় খুশি নন কিংবদন্তী ফাষ্ট বোলার ওয়াসিম আকরাম।
বাংলাদেশে চলমান টি-২০ বিশ্বকাপে সুপার টেন পর্বে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজিত হয়ে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় দারুন সমালোচনার মুখে পড়েন হাফিজ। এমনকি দলের সিনিয়র খেলোয়াড় শহিদ আফ্রিদিও দেশে ফিরে আকারে ইঙ্গিতে ব্যর্থতার জন্য অধিনায়ককে দায়ী করে গণমাধ্যমে বক্তব্য দেন। দেশে ফিরে পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠির সঙ্গে আলোচনার পর ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগের ঘোষনা দেন হাফিজ।অপর একটি সুত্রের মতে শেঠিই পদত্যাগ করতে বলেছেন হাফিজকে।
তবে ওয়াসিম আকরাম বলেন, ঘটনা যাই হোকনা কেন হাফিজের এমন পদত্যাগ দলের জন্য মোটেও ভাল লক্ষন নয়।
তিনি আরো বলেন, কোন কোচই দেড় মাসের মাথায় দলে কোন কিছু পরিবর্তন আনতে পারেনা কিংবা ফল পরিবর্তন করতে পারেনা।
নেতিবাচক অধিনায়কত্ব সম্পর্কে আফ্রিদির মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এটা খারাপ একটা দৃষ্টান্ত ।