খালেদা জিয়ার দু’ ছেলের প্রতি ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, যারা দেশের টাকা বিদেশে পাচার করে তাদের কাছে দেশের দায়িত্বভার দিয়ে দেশকে নষ্ট করা যায় না।
বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী যুব আইনজীবী পরিষদ আয়োজিত নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সভাটি নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠান হলেও তা রূপান্তরিত হয় ঢাকা আইনজীবী সমিতির ২০১২-১৩ নির্বাচনের আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেলের প্রার্থীদের পরিচিতি সভায়।
নবীনদের সংবর্ধনার বদলে প্রত্যেক নেতাই আসন্ন আইনজীবীদের নির্বাচনে সাদা প্যানেলের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ থেকে বাদ যাননি স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন ও আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামও।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর পিপি অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আবু, সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, বাংলাদেশ বার কাউন্সিলের রিলিফ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ ইস্রাফিল, ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট শেখ হেমায়েত হোসেনসহ প্রমুখ।
সাহারা খাতুন বলেন, ‘যারা দেশকে অরাজকতার দিকে ঠেলে দেয়, যারা দেশকে অস্থিতিশীলতা দিকে ঠেলে দেয়, যারা দেশের ধন সম্পদ অর্থ বিদেশে পাচার করে দেয়, তাদের কাছে দেশের দায়িত্বভার দিয়ে দেশকে নষ্ট করা যায় না।’
বিশেষ অতিথির বক্তব্যে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘অতীতে নির্বাচন কমিশন হতো মোসাহেব নির্বাচন কমিশনার, জ্বি হুজুর নির্বাচন কমিশনার। এবারই প্রথম অত্যন্ত স্বচ্ছভাবে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। তাতেও বিএনপি বিরোধিতা করে। সব কিছুতেই ‘না না’ সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।’
এ সময় তিনি নবীন আইনজীবীদের সঙ্গে প্রবীণ আইনজীবীদের সম্পর্কের উপর গুরুত্বারোপ করেন।