কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, কৃষকদের জন্য পল্লী ব্যাংক করার উদ্যোগ নিয়েছে সরকার।
তিনি বলেন, গ্রামের মানুষের হাতে এখন কিছু টাকা আছে। গ্রামের মানুষকে এখন বই কিনতে হয় না। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতাসহ নানা রকম সহায়তা পায়। তাই তারা যাতে সঞ্চয় করতে পারে সে জন্য পল্লী ব্যাংক করার উদ্যোগ নিয়েছে সরকার।
মতিয়া চৌধুরী আজ শনিবার নালিতাবাড়ী উপজেলা পরিষদের মুক্তমঞ্চে আউশ প্রণোদনা প্যাকেজের বীজ, সার, নগদ অর্থসহ বিভিন্ন অনুদানের চেক ও জিআরের চাল বিতরণকালে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন।
এ সময় জেলা প্রশাষক মো: জাকীর হোসেন, পুলিশ সুপার মেহেদুল করীম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম উকিল, সাধারণ সম্পাদক মোকসেদুর রহমান লেবু প্রমুখ উপস্থিত ছিলেন।
মতিয়া চৌধুরী বলেন, এ ব্যাংকের মাধ্যমে গ্রামের মানুষ সহজে টাকা লেন দেন করতে পারবে। এ ছাড়াও খুব শীঘ্রই কৃষি কার্ড নবায়ন করার কাজ শুরু হবে।
মন্ত্রী ৭ শ’ ৯০ জন কৃষকের মাঝে আউশ প্রণোদনার ১০ লাখ ৩৫ হাজার ১ শ’ ৭৫ টাকার সার বীজ, ১১ প্রতীবন্ধীর মাঝে ১১টি হুইল চেয়ার, ৪ টি এতিমখানায় ১ লাখ ৯৫ হাজার ৮ শ’ ৪০ টাকার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের চেক, ঝড়ে ও বন্যহাতির তান্ডবে ক্ষতিগ্রস্থ ৯৮ টি পরিবারকে ২০ কেজি করে চাল এবং কাপাশিয়া আইসিএ ক্লাবকে কম্পিউটার, ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ক্যামেরা, জেনারেটরসহ বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ করেন।