তিন পৌরসভায় মেয়র পদে উপ-নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে

তিন পৌরসভায় মেয়র পদে উপ-নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে

upozelaনোয়াখালীর চৌমুহনী, ফেনী সদর ও চাঁপাইনবাবগঞ্জের রোহনপুর পৌরসভায় মেয়র পদে আজ উপ-নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।
সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত সংখ্যক পুলিশের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে রয়েছে র‌্যাব ও বিজিবি। নির্বাচন সংশ্লিষ্ট যেকোন নাশকতা এড়াতে ১০টি ভ্রাম্যমাণ মোবাইল টিম ও ১০টি বিশেষ টিম কাজ করছে।
বাসস’র ফেনী সংবাদদাতা জানান, ফেনী সদর পৌরসভায় মেয়র পদে উপ-নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। এই পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় পদটি শূন্য হয়। ২৭ বর্গ কিলোমিটার আযতনের এই পৌরসভার ১৮টি ওয়ার্ডে ৩০টি কেন্দ্র রয়েছে। এখানে ৭৭ হাজার ৫০৮ জন ভোটার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, হাজী আলাউদ্দিন (আনারস) ও আলাল উদ্দিন (দোয়াত-কলম)।
নোয়াখালী সংবাদদাতা জানান, এই পৌরসভার মেয়র মামুনুর রশিদ কিরণ সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় পদটি শূন্য হয়। চৌমুহনী পৌরসভায় মেয়র পদে উপ-নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। দুএকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এ উপনির্বাচনে ১৮টি কেন্দ্রে ৪৪ হাজার ২০৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এখানে ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন-জহির উদ্দিন হারুন (তালা), আক্তার হোসেন ফয়সল (দোয়াত কলম), জুলফিকার আলী ভুট্টো (চশমা), আবুল কালাম আজাদ রতন (মাইক), অধ্যক্ষ আবুল কালাম আজাদ (আনারস), মাহফুজুল হক বেলাল (জাহাজ), শেখ মো. সহিদ উদ্দিন এস্কান্দার (টেলিফোন), মঞ্জুরুল আজিম সুমন ও মার্শেদুল আমিন ফয়সল।
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা জানান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার মেয়র গোলাম মোস্তফা বিশ্বাস দশম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় পদটি শূন্য ঘোষণা করা হয়।
এই পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে ভোট কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে চলছে। এই পৌরসভায় ৭জন মেয়র পদে লড়ছেন। এরা হলেন, গোলাম রাব্বানী বিশ্বাস (চশমা), তারিক আহম্মদ (মাইক), মিজানুর রহমান মিজান (তালা), আবদুল হান্নান (আনারস), এনায়েত করিম তৌকি (কাপ-পিরিচ), আনেশ আলী (দোয়াত-কলম) ও রফিকুল ইসলাম (টেবিল)।
পৌরসভার ১১ ভোটকেন্দ্রে ২২ হাজার ৯৬ জন ভোটার ভোট দিচ্ছেন। এরমধ্যে মহিলা ভোটার ১১ হাজার ২১১ ও পুরুষ ভোটার ১০ হাজার ৮৮৫ জন।

বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর