যুদ্ধাপরাধের বিচারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান দিলীপ বড়ুয়ার

যুদ্ধাপরাধের বিচারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান দিলীপ বড়ুয়ার

‘৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলো যুদ্ধাপরাধের বিচারেও একইভাবে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদ আয়োজিত এক মানববন্ধনে  তিনি এ আহ্বান জানান।

জাসদ নেতা কাজী আরেফ আহমেদ হত্যা দিবস এবং যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করা ও ধর্মভিত্তিক রাজনীতি ও সাম্প্রদায়িকতা নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে এ মানববন্ধন আয়োজন করা হয়।

দিলীপ বড়ুয়া বলেন, সন্ত্রাসবিরোধী জনসভা করতে গিয়েই সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হন ‘জাতীয় বীর’ কাজী আরেফ আহমেদ।

মানববন্ধনে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, জিয়ার হাতে মুক্তিযুদ্ধের চেতনা নির্বাসনে গিয়েছিলো। তিনি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিকে সমাজে প্রতিষ্ঠিত করেছিলেন। একইভাবে খালেদা জিয়াও যুদ্ধাপরাধীদের বিচার বানচালের চেষ্টা করছে।

এ সময় তিনি মহাজোটের সবাইকে এক হয়ে খালেদা ও যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আইনের শাসন থাকলে যুদ্ধাপরাধীদের বিচার হবে তা খালেদা জিয়া টের পেয়েছেন।

এ সময় কাজী আরেফের ১২তম মৃত্যুবার্ষিকীকে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য উৎসর্গ করেন হাসানুল হক ইনু।

কাজী আরেফের খুনিরা ধরাছোঁয়ার বাইরে উল্লেখ করে তিনি তাদের বিচার দাবি করেন।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরিন আখতার, জাসদের সংসদ সদস্য মইনুদ্দিন খান বাদল, জাসদের সহ-সভাপতি মীর হোসেন আখতার, জাসদের স্থায়ী কমিটির সদস্য নাজমুল হক প্রধান এবং এবিএম খালেদ প্রমুখ।

রাজনীতি