রাজশাহীর বাঘায় খুব শিগগিরই চালু হতে যাচ্ছে বায়ো গ্যাস প্লান প্রকল্প। বিদেশি অর্থায়নে ও বাংলাদেশ পল্লী উন্নয়ন (আরডিএ)-এর সহযোগিতায় এটি বাস্তবায়ন হতে যাচ্ছে। এ থেকে প্রাথমিক অবস্থায় উপকার ভোগ করবে প্রায় শতাধিক পরিবার। উপজেলার বাজুবাঘা নতুন পাড়া গ্রামে এ প্রকল্প বাস্তবায়ন করছেন একটি বেসরকারি সংগঠন হরিরামপুর মহিলা বহুমুখী উন্নয়ন সংস্থা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে বিদেশি অর্থায়নে সারাদেশের ৩৭টি উপজেলায় বায়ো গ্যাস প্লান বাস্তবায়ন হতে চলেছে। এটি বাস্তবায়ন করছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন আরডিএ। এর আওতায় রাজশাহীর বাঘা সদরের বাজুবাঘা নতুন পাড়া গ্রামে সাড়ে ১০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ হতে চলেছে একটি প্রকল্প। যা বাস্তবায়ন করবে স্থানীয় বেসরকারি সংগঠন “হরিরামপুর মহিলা বহুমুখী উন্নয়ন সংস্থা”। এজন্য সেখানে তৈরি করা হয়েছে তিনটি বড়-বড় ট্যাংকি/হাউজ।
সূত্রে জানা গেছে, প্রাথমিক অবস্থায় এই গ্যাস চালু করতে প্রতিদিন ১৬শ’ থেকে দুই হাজার কেজি গোবর ব্যবহার করতে হবে। তার সঙ্গে মুরগির বিষ্ঠা দিলেও ক্ষতি নেই। এজন্য যারা গোবর সরবরাহ করবেন তাদের বস্তাপ্রতি দেয়া হবে ৪০ টাকা। অপরদিকে যারা বাড়িতে গ্যাস লাইন (সংযোগ) নেবেন তাদের বিল দিতে হবে প্রতিমাসে ২৫০ টাকা। বাঘায় বায়ো গ্যাস বাস্তবায়নের ঠিকাদারী প্রতিষ্ঠান “মেসার্স সাদমান এ্যান্টারপ্রাইজ- বগুড়া”-এর পরিচালক মোছাদ্দেক হোসেন জানান, যে সমস্ত এলাকায় এখনো গ্যাস পৌঁছায়নি সে সমস্ত এলাকার মানুষের জন্য এটি অত্যন্ত সহজলভ্য জ্বালানি।