গাজীপুরে কালভার্ট ধসে ৪ নির্মাণ শ্রমিক নিহত

গাজীপুরে কালভার্ট ধসে ৪ নির্মাণ শ্রমিক নিহত

গাজীপুরের কাপাসিয়ার বরুণ এলাকায় একটি পুরোনো কালভার্ট পুনঃনির্মাণের উদ্দেশ্যে ভাঙ্গার সময় তা ধসে চার নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন শেরপুর জেলার তইব আলীর ছেলে হনু মিয়া (৩৪), ইউনুছ আলীর ছেলে আবুবকর (৩২), হাকিম উদ্দীনের ছেলে আজগর (৩৫) ও অজ্ঞাত একজন।

প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাপাসিয়া-বরুণ সড়কের বরুণ বাজারের পাশে স্থানীয় হেওলা খালের ওপর একটি কালভার্ট পুনঃনির্মাণের লক্ষ্যে ৪ জন শ্রমিক কালভার্টের ছাদ ভাঙ্গছিল। এসময় কালভার্টের পাশে আরো ৮জন মাটি কাটার কাজ করছিলো। হাতুড়ি শাবল দিয়ে ভাঙ্গার সময় ৪ জন শ্রমিকসহ কালভার্টটি মাঝখানে বেঁকে প্রায় ২০/২২ ফুট নীচে ধসে পড়ে। এ সময় কালভার্টের উপরে কর্মরত ৪ শ্রমিক কালভার্টের ছাদের নীচে চাপা পড়ে ঘটনাস্থইে মারা যান। এতে আহত হন কামরুল, শাজাহান ও খলিল। স্থানীয় লোকজন কালভার্টের ধ্বংসস্তূপ থেকে নিহতদের লাশ ও আহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে শাহাজানকে ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মহসিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন আলী (ইউএনও), গাজীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী শারফুদ্দিন আনাম খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ঠিকাদারী প্রতিষ্ঠানের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

ইউএনও আলাউদ্দিন আলী জানান, তাত্ক্ষণিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের স্বজনদের ১০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা লাশ দাফনের জন্য দেয়া হয়েছে। ঘটনা তদন্তে ইউএনও কে আহবায়ক, জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী তাসজিদ আহমেদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সদস্য করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে। তিনি আরো জানান, ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, গাজীপুর ৩ কোটি টাকা ব্যয়ে উক্ত সড়ক সংস্কার ও কালভার্টটি পুনঃনির্মাণ কাজ বাস্তবায়ন করছে। ফরিদপুরের ঠিকাদারী প্রতিষ্ঠান হানিফ এন্টারপ্রাইজ কাজটি বাস্তবায়ন করছে। কালভার্ট ভাঙ্গার কাজে আধুনিক যন্ত্রপাতি বা প্রযুক্তি ব্যবহার না করে হাতুড়ি শাবল দিয়ে কাজ করায় এবং পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না নেয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ। 

 

অন্যান্য অর্থ বাণিজ্য জেলা সংবাদ বাংলাদেশ