জয়ের ব্যাপারে নিশ্চিত ওয়েস্ট ইন্ডিজ কোচ

জয়ের ব্যাপারে নিশ্চিত ওয়েস্ট ইন্ডিজ কোচ

ঢাকা: অস্ট্রেলিয়ার বিপরীতে যে রেকর্ড তাদের গড়া; বাংলাদেশের মতো পুচকে দল তা ভেঙ্গে দেবে, এতবড় সাহস! পারলে হুমকির দিয়ে বলতেন ওয়েস্ট ইন্ডিজ কোচ। এদেশের সাংবাদিকদের প্রশ্ন শুনে ভাগ্যিস তিনি বলেননি, তোমাদের বেশ সাহস দেখছি।

চতুর্থ ইনিংসের রেকর্ড সম্পর্কে অটিস গিবসনের আদ্যপ্রান্ত জানা থাকারই কথা। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের দলই ৪১৮ রান করে টেস্ট জিতেছে। এখনপর্যন্ত ওটাই বিশ্বরেকর্ড। গিবসন তবুও বললেন,“আমরা জানি তামিম একজন ভালো মানের খেলোয়াড়। সে এখনো ক্রিজে আছে। আমারা তাদের জন্য রেকর্ড ৫০৮ রানের লক্ষ্য বেঁধে দিয়েছি। আমরা ওটা করতে পেরে খুশি। এটাও আমাদের মাথায় আছে উইকেট ব্যাট করার জন্য এখনো অনেক ভালো। অতএব উইকেটের জন্য আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে।”

তিন উইকেট বাংলাদেশের সংগ্রহ ১৬৪ রান। তামিম ইকবাল অপরাজিত আছেন ৮২ রানে। তার সহখেলোয়াড় মুশফিকুর রহিমের সংগ্রহ ৩৩ রান। জয়ের জন্য বাংলাদেশের দরকার ৩৪৪ রান। ওয়েস্ট ইন্ডিজের সাত উইকেট। তবে খেলা পঞ্চম দিনের শেষবল পর্যন্ত গড়ালে ড্র। সেই সঙ্গে সিরিজও। অত সব ভাবছে না ওয়েস্ট ইন্ডিজ। জয়ের স্বপ্ন দেখছে। তাদের কোচের ভাষায়,“জয়ের জন্য আমাদের সাত উইকেট দরকার। এখন পর্যন্ত ভালো ক্রিকেট হচ্ছে। যদিও সকালে ব্যাট করা কঠিন ছিলো। বাংলাদেশকে সুযোগ দেওয়া যাবে না। উইকেটের জন্য আমাদেরকে কঠিন পরিশ্রম করতে হবে। প্রথম ইনিংসের শেষ দিকে তারা অনেক ভালো করেছে। দ্বিতীয়বারের মতো সুযোগটা দেওয়া যাবে না।”

যদিও প্রতিপক্ষ দলের কোচ স্বাগতিকদের জয়ের সম্ভাবনা উড়িয়ে দেননি। তার মতে,“আমি বাংলাদেশের জয়ের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। তারা যদি ৫০৮ রান মোকাবেলা করতে পারে জয় প্রত্যাশা করতেই পারে। সেটা হবে একটি রেকর্ড।”

খেলাধূলা