বিএনপি-জামায়াতের চক্রান্তের বিরুদ্ধে জনমত গড়ে তোলার লক্ষ্যে সারাদেশে ২৮ থেকে ৩০ এপ্রিল তিনদিন গণসংযোগ ও সমাবেশ করবে কেন্দ্রীয় ১৪ দল।
আজ বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মোহাম্মদ নাসিম বলেন, একাত্তরের ঘাতকদের বিচারের পক্ষে জনমত গড়ে তোলার লক্ষ্যেই দেশব্যাপী গণসংযোগ ও সমাবেশ করা হবে। এরই অংশ হিসাবে ১৪ দলের নেতৃবৃন্দ তিনটি টিমে ভাগ হয়ে আগামী ২৮, ২৯ ও ৩০ এপ্রিল সারাদেশে গণসংযোগ ও সমাবেশ করবেন।
‘জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি’ বেগম জিয়া ও তারেক রহমানের এই বক্তব্যের জবাবে ১৪ দলের মুখপাত্র বলেন, বেগম খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানের এ বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল। এ ধরনের বক্তব্যের জন্য তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী বলেন, দেশি-বিদেশী চক্রকে সঙ্গে নিয়ে বেগম জিয়া একটি অগণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় বসাতে নতুন করে চক্রান্ত করছে। চন্দ্র ও সূর্য যেমন সত্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা এবং দেশের প্রথম রাষ্ট্রপতি -এটা সত্য। তারা মিথ্যার বেসাতি নিয়ে মাঠে নেমেছে। আমরা ১৪ দল, চরম ঘৃণার সঙ্গে তাদের এ বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি। যারা এ কাজটি করছে তারা বারবার ঘৃণিত হবেন।
মোহাম্মদ নাসিম বলেন, সাম্প্রতিককালে বেগম জিয়া, তার পুত্র ও বিএনপি নেতারা অযাচিতভাবে একটি নতুন উক্তি করেছেন, যা বাংলাদেশের মানুষকে আহত করেছে। খালেদা জিয়া যা বলেছেন, তা একটি ছোট্ট শিশুও বিশ্বাস করবে না। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে যখন দেশে লাখো কণ্ঠে সোনার বাংলা উচ্চারিত হয়েছে, সেই মুহুর্তে পরাজিত শক্তি নতুন ষড়যন্ত্র শুরু করেছে।
তিনি বলেন, যখন আমরা দেশে গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিচ্ছি, তখন নতুন চক্রান্ত শুরু হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার জন্য চেষ্টা হচ্ছে।
আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপি নেত্রীকে বলি জামায়াতকে নিয়ে অনেক খেলেছেন, এখন শান্ত হন। গণতান্ত্রিক আচরণ করুন। আমরাও আপনাদের সাথে গণতান্ত্রিক আচরণ করবো।
এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ও ডা. দীপু মণি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও খালিদ মাহমুদ চৌধুরী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়–য়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, গণতšী¿ পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, কমিউনিস্ট কেন্দ্রের আহবায়ক ড. ওয়াজেদুল ইসলাম খান, ন্যাপের ইসমাইল হোসেন, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।