অটিজম ভয়াবহ কোন সমস্যা নয়, যদি দ্রুত ও সময়মত চিকিৎসা হয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার যশোরে পালিত হয়েছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। বর্ণিল আলোকসজ্জা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করেছে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন বেসরকারি সংস্থা।
সকাল সাড়ে দশটায় কালেক্টরেট চত্বরে র্যালীর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এমরান হোসেন। অটিজম বিষয়ক ভিডিও উপস্থাপনা করেন জেলা সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা গিয়াস উদ্দীন। আলোচনা করেন আফনানেন শাহাজাহান নান্নু, জাগরনী চক্র ফাউন্ডেশনের হাসিব নেওয়াজ, আদ্ব-দ্বীনের জাকির হোসেন প্রমুখ। এতে ২২জন অটিজম শিশু অংশ নেন।
এদিকে দিবসটি পালন উপলক্ষে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সরকারি নির্দেশনা মোতাবেক হাসপাতাল প্রধান গেটে বর্ণিল আলোকসজ্জা করা হয়। সকাল নয়টায় বর্হিঃবিভাগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে হাসপাতালের তত্ত্বাবধায়ক মুক্তিযোদ্ধা ডাক্তার ইয়াকুব আলী মোল্লার সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করেন সহকারী পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ সাহা। আলোচনা করেন মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার সালাহ উদ্দীন আহমেদ, সিনিয়র কনসালটেন্ট ডাক্তার এনকে আলম, ডাক্তার মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক ডাক্তার সাইফুল ইসলাম, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার গৌতম আচার্য্য ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার রিফাত জাহান। সঞ্চালনা করেন ডেন্টাল সার্জন ডাক্তার মাহাবুবুর রহমান।