মাগুরায় বেসরকারি সংস্থা ব্র্যাক ৪৯ জন ক্ষুদ্র ব্যবসায়ী কিশোরীর মধ্যে বুধবার বৃত্তি হিসেবে ৭ লাখ ৩৫ হাজার টাকার চেক বিতরণ করেছে।
শহরের পারনান্দুয়ালী ব্যাপারী পাড়া ব্র্যাক অফিসে ‘ব্র্যাক শিক্ষা কর্মসূচি সোফিয়া কিশোরী ক্লাব প্রকল্পের’ আওতায় ক্ষুদ্র ব্যবসায়ী কিশোরীদের আয় বৃদ্ধিমূলক কাজে উদ্বুদ্ধকরণে বৃত্তি হিসেবে এ চেক প্রদান করা হয়। বিভিন্ন বিভাগে প্রশিক্ষণ প্রাপ্তদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রত্যেক কিশোরীকে ১৫ হাজার টাকা হারে চেক বিতরণ করা হয়।
জেলা সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বৃত্তির চেক বিতরণ করেন।
ব্র্যাকের সমন্বয়কারী রোকেয়া বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কনিকা ফেরদাউস এস এস সোফিয়া, সায়রা খাতুন এ এম সোফিয়া। অনুষ্ঠানে ব্র্যাকের কিশোরী ক্লাবের ১০০ জন সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ব্র্যাক ২০১০ সাল থেকে প্রতি বছর সোফিয়া কিশোরী ক্লাবের মাধ্যমে কিশোরীদের বিভিন্ন বিভাগে প্রশিক্ষণ শেষে বৃত্তি হিসেবে এ অর্থ প্রদান করে আসছে।