আগামী দিনে উপজেলা পরিষদ নির্বাচন দলীয়ভাবে করার সিদ্ধান্ত সরকারের আছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, “স্থানীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সরাসরি প্রার্থী দেয়ার বিধান না থাকলেও সমর্থন দেয়া হয়। আওয়ামী লীগও এর ব্যতিক্রম নয়। তবে আগামীতে এসকল নির্বাচন দলীয়ভাবে করার সিদ্ধান্ত রয়েছে।”
মঙ্গলবার বেলা সোয়া ১১টায় ধানমণ্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে যোগাযোগমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “পঞ্চম দফার উপজেলা নির্বাচন সফল ও সুন্দর হয়েছে। জনগণ স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করতে সক্ষম হয়েছে।”
তিনি আরো বলেন, “এ নির্বাচনে কালো টাকা, পেশি শক্তির ব্যবহার অনেকটা হ্রাস পেয়েছে। পাশাপাশি ক্ষমতার অপব্যবহার ছিল না বললেই চলে।”
সুন্দর ও সফলভাবে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নির্বাচন কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানান যোগাযোগমন্ত্রী।