স্বর্ণের বারসহ পুলিশের ৪ সদস্য গ্রেপ্তার

স্বর্ণের বারসহ পুলিশের ৪ সদস্য গ্রেপ্তার

A pile of nice shiny gold barsরাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণের বারসহ রামপুরা থানার এক উপ-পরিদর্শক, দুই পুলিশ কনস্টেবল ও এক পুলিশ সোর্সকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন রামপুরা থানার এসআই মঞ্জুরুল আলম, কনস্টেবল ওয়াহিদ ও আকাশ এবং তাদের সোর্স রানা।

মঙ্গলবার সকালে মহানগর পুলিশের গণমাধ্যম শাখার সহকারী কমিশনার আবু ইউসুফ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪৯টি স্বর্ণের বারসহ তাদের গ্রেপ্তার করা হয়।”

তিনি আরো জানায়, গত ১৩ মার্চ রাজধানীর বনশ্রী এলাকায় একটি মাইক্রোবাস থেকে সোনার বারসহ সমীর ও মুহিনকে আটক করে পুলিশ। এর তিন দিন পর ওই দুজনকে আসামি করে রামপুরা থানায় একটি চোরাচালান মামলা হয়। মামলায় ৭০টি সোনার বার উদ্ধার দেখানো হয়।

পরে ওই দুজনকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় সোনার বার ৭০টিরও বেশি ছিল বলে পুলিশকে জানায় তারা। এরপর মহানগর পুলিশ কমিশনারের নির্দেশে গোয়েন্দা পুলিশ মামলার তদন্ত শুরু করে।

তদন্ত অনুযায়ী সোমবার রাতে গোয়েন্দা পুলিশের তিনটি দল নারায়ণগঞ্জ, গাজীপুর ও বগুড়ায় অভিযান চালায়। ওইসব স্থান থেকে পুলিশ সদস্য মঞ্জুরুল, ওয়াহিদ ও আকাশ এবং সোর্স রানাকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।

বাংলাদেশ শীর্ষ খবর