বেদখল হল উদ্ধার, নতুন হল নির্মাণ, বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা ক্যাম্পাস থেকে অপসারণসহ অন্যান্য দাবিতে অবস্থান ধর্মঘট করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
সোমবার সকাল সোয়া ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে এ ধর্মঘট করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী হলের দাবিতে শিক্ষার্থীরা সকালে বিশ্ববিদ্যালয়ের তিনটি ফটকে তালা ঝুলিয়ে দেয়। ফটক বন্ধ থাকায় ক্যাম্পাসে কলেজের কোনো বাস প্রবেশ করেনি। শিক্ষার্থীরা বাস থেকে নেমে ক্যাম্পাসের সামনের সড়ক ও প্রধান ফটকের সামনে শুয়ে বিক্ষোভ করেন। এসময় হলের দাবিতে নানা স্লোগান দেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘটে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা কার্যত বন্ধ হয়ে যায়।
এদিকে ধর্মঘট শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে হল পুনরুদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক শরিফুল ইসলাম বক্তব্য রাখেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের এ কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়েছেন তিনি।
তিনি আরো বলেন, “শিক্ষামন্ত্রণালয়ের উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।”
প্রতিবেদনে ইতিবাচক কিছু না আসলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন শরিফুল ইসলাম।
আগামী ২ এপ্রিল স্থানীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের নেতৃতাধীন ৮ সদস্যবিশিষ্ট উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি হল সম্পর্কিত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
গত রোববার দুপুরে অবরোধ কর্মসূচি শেষে হল পুণরুদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক শরিফুল ইসলাম হলের দাবিতে লাগাতার ছাত্র ধর্মঘটের ঘোষণা দেন।