আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ জনপ্রিয় প্রার্থীদের মনোনয়ন দেয়ায় এবং বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় তৃতীয় ও চতুর্থ দফার মত চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম দফায়ও ভাল ফলাফল করবে।
তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের দল, অপরদিকে বিএনপি জনবিচ্ছিন্ন হওয়ায় সংবাদ সম্মেলন নির্ভর দলে পরিণত হয়েছে। তাই তারা সকাল, বিকাল ও রাতে তিনবার করে সংবাদ সম্মেলন করে থাকে।
ড. হাছান মাহমুদ আরো বলেন, বিএনপি নেতৃবৃন্দ গত ৫ জানুয়ারীর সংসদ নির্বাচন বানচাল করতে গিয়ে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এমন কি দলের তৃণমূল নেতা-কর্মীদের সংগেও তাদের দূরত্ব সৃষ্টি হয়েছে। এ কারণে তারা এখন সরকারের সংগে আলোচনার জন্য বিদেশীদের কাছে ধরনা দিচ্ছেন।
তিনি আজ সকালে রাজধানীর সেগুনবাগিচাস্থ বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নিয়ে তারেক ও খালেদা জিয়ার মিথ্যা বক্তব্যের প্রতিবাদে বঙ্গবন্ধু একাডেমির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
বঙ্গবন্ধু একাডেমির সহ-সভাপতি চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়–য়া।
সংগঠনের মহাসচিব হুমায়ুন কবির মিজি’র পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী দলের সদস্য হারুন চৌধুরী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল জাসদের ঢাকা মহানগর শাখার সভাপতি মীর হোসেন আকতার, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক আসাদুজ্জামান দূর্জয়, রেজাউল করিম রেজা প্রমুখ।
ড. হাছান মাহমুদ বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে জাতীয় সঙ্গীত গেয়ে পুরো জাতি যখন স্বাধীনতার চেতনায় ঐক্যবদ্ধ হয়েছে তখন বিএনপি-জামায়াত পুনরায় ষড়যন্ত্র শুরু করেছে। জিয়াউর রহমানকে নিয়ে নতুন তত্ত্ব হাজির করে তারা ইতিহাস বিকৃতির পথ বেছে নিয়েছে। তিনি বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া জম্মসূত্রে ভারতীয় এবং চিন্তা সূত্রে পাকিস্তানী।
দিলীপ বড়–য়া বলেন, বিএনপি জিয়াউর রহমানকে দেশের তথাকথিত প্রথম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করায় তাদের চরিত্র জনগণের সামনে উম্মোচিত হয়েছে। এবার তাদের আসল পরিচয় ধরা পড়েছে। তিনি বলেন, পুরো বাঙ্গালী জাতি যখন ঐক্যবদ্ধ তখন তারা আবার জাতিকে বিভ্রান্ত করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে।
তিনি বলেন, বিএনপি নেত্রী ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে জম্মদিন উদযাপন করে জাতিকে যেভাবে বিভ্রান্ত করেছেন একইভাবে জিয়াউর রহমানকে দেশের তথাকথিত প্রথম রাষ্ট্রপতি দাবী করে জাতিকে বিভান্ত করতে চান।
দিলিপ বড়–য়া বলেন, জিয়াউর রহমানকে দেশের তথাকথিত প্রথম রাষ্ট্রপতি হিসেবে দাবী করায় সরকারের উচিত বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে বিচারের মুখোমুখি করা।
তিনি দৃঢ় আস্থা ব্যক্ত করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমগ্র জাতি ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র প্রতিহত করে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে।