মুখ্য শত্রু আল কায়েদা, তালেবান নয়: প্যানেট্টা

মুখ্য শত্রু আল কায়েদা, তালেবান নয়: প্যানেট্টা

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিও প্যানেট্টা বলেছেন, ‘আফগানিস্তানে তালেবানরা আমাদের মুখ্য শত্রু নয় গৌণ। আল কায়েদাই যুক্তরাষ্ট্রের মুখ্য শত্রু। তবে তালেবানদের যে সব অংশ আল কায়েদাকে সহায়তা করছে তারাও যুক্তরাষ্ট্রের মুখ্য শত্রুর তালিকায় রয়েছে।’

তিনি বলেন, ‘তালেবানরা অনেক বড় সংগঠন। আমাদের প্রাথমিক টার্গেট আল কায়েদা। তবে তালেবানদের যে সব অংশ আল কায়েদাকে সহযোগিতা করছে তারাও আমাদের শত্রু।’

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে সশস্ত্রবাহিনী সংক্রান্ত একটি সংসদীয় কমিটির শুনানির সময় প্রশ্নোত্তরে প্যানেট্টা এসব কথা বলেন। তিনি বলেন, ‘অবশ্যই তালেবানদের মধ্যে কোনো কোনো পক্ষ আছে যারা আল কায়েদাকে সহযোগিতা করছে।’

প্যানেট্ট বলেন, ‘আমাদের লক্ষ্য হলো আল কায়েদা যেন আর কখনই আফগানিস্তানকে তাদের স্বর্গভূমি বানিয়ে আমাদের দেশে হামলা চালানোর সামর্থ্য অর্জন করতে না পারে। আমাদের প্রাথমিক উদ্দেশ্য সে পর্যন্তই।’

লিও প্যানেট্টা কংগ্রেসের সশস্ত্র বাহিনী বিষয়ক সংসদীয় কমিটির সদস্য কংগ্রেসম্যান ম্যাক থর্নবেরির করা প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।

আন্তর্জাতিক