চাঁদপুরে ১১ জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুর রশিদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করেন।
পুলিশ জানায়, সোমবার সকালে সরকারি নিষেধাজ্ঞা মাছ ধরার সময় চাঁদপুরে মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ জেলেকে আটক করে পুলিশ।
পরে আটক জেলেদের মধ্যে ১১ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় বাকি চার জেলেকে নিষিদ্ধ সময়ে মাছ না ধরার শর্তে তাদের অভিভাবকের হেফাজতে দেওয়া হয়।
এদিকে, সকালেই বাবুরহাট পুলিশ লাইনের সামনে থেকে ৮০ মণ জাটকাসহ একটি ট্রাক আটক করা হয়। পরে এসব জাটকা দরিদ্র লোকজন ও এতিমখানায় বিতরণ করা হয়।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।