নগরীতে দুর্নীতিবিরোধী মানবন্ধন ও র‌্যালি

নগরীতে দুর্নীতিবিরোধী মানবন্ধন ও র‌্যালি

cg_bg2_821149673দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে নগরীর ওয়াসা মোড়ে মানবন্ধন ও র‌্যালি করেছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।

সোমবার সকাল দশটায় দুর্নীতি দমন কমিশন (দুদক) ও মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে দুর্নীতি বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন ধারণ করে শিক্ষার্থীরা।

কর্মসূচিতে অংশ নেন দুদকের মহাপরিচালক আবু মো. মোস্তফা কামাল, বিভাগীয় পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া, সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক মো. মোরশেদ আলম, মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাওন পার্থ প্রমুখ।

মানবন্ধন শেষে শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য র্যালিটি জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

প্রসঙ্গত, ‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ স্লোগানে আজ দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২০১৪’র ষষ্ট দিনের কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে সকাল সাড়ে এগারোটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুর্নীতিবিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে।

অন্যান্য বাংলাদেশ শীর্ষ খবর