মিয়ামির চতুর্থ শিরোপা জোকোভিচের হাতে

মিয়ামির চতুর্থ শিরোপা জোকোভিচের হাতে

djokovic_bg_407641627হার্ডকোর্টের রাজা হয়ে আবারও ফিরলেন নোভাক জোকোভিচ। রোববার শীর্ষ র‌্যাঙ্কিং তারকা রাফায়েল নাদালকে ৩-৬, ৩-৬ ব্যবধানে হারিয়ে চতুর্থ মিয়ামি মাস্টার্স জিতলেন সার্ব তারকা।

দুর্দান্ত সব সার্ভ ও আক্রমণাত্মক শটে এক ঘণ্টা ২৩ মিনিট সময় লেগেছে জোকোভিচের জয় পেতে। ফাইনালে হেরে গেলেও নাদাল র‌্যাঙ্কিংয়ে এক নম্বরেই থাকছেন, আরে জোকোভিচ দুইয়ে।

২০০৭, ২০১১ ও ২০১২ সালের পর শিরোপা পুনরুদ্ধার করলেন জোকোভিচ। আর এনিয়ে চারবার ফাইনালে উঠেও শিরোপা খরা কাটাতে পারলেন না স্প্যানিশ।

৪০তম মুখোমুখি লড়াইয়ে হেরে গেলেও ২২-১৮ ব্যবধানে এগিয়ে আছেন নাদাল। তবে হার্ডকোর্টে ১৪-৭ এ এগিয়ে জোকোভিচ।

প্রতিপক্ষকে কৃতিত্ব দিয়ে নাদাল বলেন,‘আমি সব ধরনের চেষ্টা করেছিলাম। সেরাটা চেষ্টা করেছিলাম। যথেষ্ট ছিল না। আমার চেয়ে প্রতিপক্ষ অনেক ভালো ছিল।’

নিজের পারফরমেন্সে তৃপ্ত সার্ব তারকা,‘দারুণ একটা ম্যাচ খেলেছি আমি। শুরু থেকে শেষ অবধি সবকিছু ভালো ছিল।’

খেলাধূলা শীর্ষ খবর