দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে।
এদিন লেনদেন শুরুর প্রথম ৫ মিনিট পর সকাল ১০টা ৩৫ মিনিটে ডিএসই’র সাধারণ সূচক ৭ পয়েন্ট বেড়ে লেনদেন শুরু হয়। কিন্তু এরপর থেকে সূচক একটানা কমতে শুরু করে। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক ৩ পয়েন্ট, বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক ২ পয়েন্ট, ১০টা ৫০ মিনিটে সূচক ২ পয়েন্ট, ১০টা ৫৫ মিনিটে সূচকে সমতা ফিরে আসে। পরে বেলা ১১টায় সূচক গত কার্যদিবসের চেয়ে ২ পয়েন্ট কমে অবস্থান করে ৪ হাজার ৪৭৬ পয়েন্টে।
অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ৫৯২ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করে ৯৭২ পয়েন্টে।
এ সময় পর্যন্ত ডিএসইতে ৭৬টি প্রতিষ্ঠানের দাম বাড়লেও সাধারণ সূচক কমেছে ২ পয়েন্ট। লেনদেন হয়েছে ৩০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বৃদ্ধি পেয়েছে ৭৬টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম।
লাফার্জ সুরমা সিমেন্ট, ফ্যামিলি টেক্সটাইল, স্কয়ার ফার্মা, বিচ হ্যাচারি, ইস্টার্ন হাউজিং, ন্যাশনাল টিউবস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইস্টার্ন লুব্রিকেন্ট, অ্যাটলাস বাংলা এবং বাংলাদেশ সাবমেরিন কেবল।
অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ১৩ পয়েন্ট কমে ৮ হাজার ৬৭৫ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৩৯ পয়েন্ট কমে ১১ হাজার ৫৯৭ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৬ পয়েন্ট কমে ১৩ হাজার ৭৯৮ পয়েন্টে অবস্থান করে।
এ সময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।