সাঈদীর শুনানি শেষ হলেই চূড়ান্ত রায়

সাঈদীর শুনানি শেষ হলেই চূড়ান্ত রায়

saiydiঅ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি মাহবুবে আলম বলেছেন, মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার আপিল শুনানি শেষ হলেই চূড়ান্ত রায়।

রোববার দুপুরে পিরোজপুর আইনজীবী সমিতির সভাকক্ষে আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অ্যাটর্নি জেনারেল একথা বলেন। এ সময় তিনি সাম্প্রতিক রাজনীতিসহ আইনজীবীদের কর্মপদ্ধতি এবং উন্নয়নমূলক বিষয়ে আলোচনা করেন।
 
সাংবাদিকদেও এক প্রশ্নের জবাবে মানবতারিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলা সম্পর্কে তিনি বলেন, ‘রাষ্ট্রপক্ষের আপিল শুনানি চলছে। এরপর আসামিপক্ষের আপিল শুনানি শেষ হলেই চূড়ান্ত রায়।’
 
দক্ষিণাঞ্চলের জরাজীর্ণ আইনজীবী সমিতির ভবনগুলোর উন্নয়ন ও আধুনিকায়নের বিষয় নিয়ে আইন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে অ্যাটর্নি জেনারেল জানান।

মতবিনিময় সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি খান মো. আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক শেখ দেলোয়ার হোসেনসহ সমিতির সদস্যরা বক্তব্য রাখেন।

বাংলাদেশ শীর্ষ খবর