সড়ক দুর্ঘটনায় ১০ ফিলিস্তিনি শিশুর মৃত্যু, ৩ দিনের শোক

সড়ক দুর্ঘটনায় ১০ ফিলিস্তিনি শিশুর মৃত্যু, ৩ দিনের শোক

ফিলিস্তিনের পশ্চিম তীরে বৃহস্পতিবার ইসরায়েলি ট্রাক এবং ফিলিস্তিনি স্কুল বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৪০ শিশু।

পুলিশ জানিয়েছে, পশ্চিম তীরের আনাতা গ্রাম থেকে রামাল্লা অভিমুখী বাসটিতে আরোহী সবাই পাঁচ থেকে ছয় বছর বয়সী শিশু ছিল।

জেরুজালেমের উত্তর দিকের একটি সড়কে সংঘটিত ওই দুর্ঘটনায় ট্রাক চালকও গুরুতর আহত হয়েছে। তবে তার সর্বশেষ অবস্থা জানা যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, বাসটি দুমড়েমুচড়ে আগুন ধরে গেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কার করা হচ্ছে।

এই মর্মান্তিক ঘটনায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।

দুর্ঘটনা কবলিত বাসটিতে কমপক্ষে ৫০টি শিশু ছিল বলে ধারণা করা হচ্ছে। একটি ব্যস্ত মোড়ে দুর্ঘটনাটি ঘটে। বৃষ্টির পর রাস্তা ভয়াবহ রকম পিচ্ছিল হয়ে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রামাল্লা এবং জেরুজালেমে ইসরায়েলি এবং ফিলিস্তিনি চিকিৎসকরা আহত শিশুদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেছেন।

রামাল্লার হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, অনেক শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে।

আন্তর্জাতিক