খালেদাকে রাজনীতি থেকে বিতাড়িত করা হবে: আমু

খালেদাকে রাজনীতি থেকে বিতাড়িত করা হবে: আমু

amu4অপরাজনীতির পথ থেকে সরে না এলে খালেদা জিয়াকে চিরদিনের জন্য রাজনীতি থেকে বিতাড়িত করা হবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।

রোববার বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবণে ডিপিডিসি আয়োজিত মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ঢাকা মহানগর আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।

আমু অভিযোগ করে বলেন, যখনই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সোচ্চার হয় তখনই বিএনপি-জামায়াত তাদের কণ্ঠ রোধ করতে চায়। একাত্তরে পাকিস্তানিরা যে নির্যাতন করেছিল ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি-জামায়াত দেশে সেই রকম নির্যাতন করেছে।

তিনি বলেন, ২৬ মার্চে জাতীয় প্যারেড গ্রাউন্ডে লাখো কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে বাংলাদেশ গ্রিনিসবুকে নাম লেখানোতে তার গাত্রদাহ শুরু হয়েছে। যে কারণে তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।পাক হানাদার বাহিনীর জারজ সন্তানরা যুদ্ধাপরাধীদের বিচার মেনে নিতে পারেনি উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনা, আল-বদর, আল-শামস্ বাহিনীরা গ্রামে মহল্যায় গণহত্যা চালিয়েছিল। নির্বাচনের আগে তেমনি পাকিস্তানের জারজ সন্তানরা সারাদেশের সহিংসতা চালিয়েছে।

খালেদা জিয়ার সকল অপচেষ্টা রুখতে দলীয় নেতা-কর্মীদের সবসময় প্রস্তুত থাকারও আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক ও ত্রাণ-দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

রাজনীতি শীর্ষ খবর