সোমবার হিলি বন্দর কার্যক্রম বন্ধ থাকবে

সোমবার হিলি বন্দর কার্যক্রম বন্ধ থাকবে

upozela৫ম দফায় হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সোমবার (৩১ মার্চ) হিলি স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে।

তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের মধ্যে পাসপোর্টধারীদের যাত্রীদের যাতায়াত অব্যাহত থাকবে।

বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহীন বলেন, সোমবার হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। এ লক্ষ্যে উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। হিলি বন্দরও এ ছুটির আওতায়। ওইদিন আমদানি-রপ্তানি বাণিজ্যের পাশাপাশি বন্দরের ওয়্যার হাউজের ভেতর থেকে পণ্য লোড-আনলোড ও ডেলিভারিও বন্ধ থাকবে।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দর রহমান লিটন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ভারত হিলি এক্সপোর্টারস অ্যান্ড কাস্টম ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন, আমদানি-রপ্তানিকারকসহ বন্দর সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবহিত করা হয়েছে।

তিনি আরো জানান, মঙ্গলবার সকাল থেকে বন্দর কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা মুদ্দিন জানান, নির্বাচনের দিনও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। তবে ওইদিন যাত্রী সংখ্যা কম হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অর্থ বাণিজ্য শীর্ষ খবর