উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার (ইউএনআইডিও) মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।
রোববার বিকেলে বিজিএমইএ’র সম্মেলন কক্ষে এ সমঝোতা স্মারক সই হয়। এতে বিজিএমইএ’র পক্ষে সই করেন সহ-সভাপতি রিয়াজ বিন মাহমুদ সুমন এবং ইউএনআইডিও এর পক্ষে আন্তজার্তিক পরামরর্শক জন টি স্মিথ স্বাক্ষর করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র দ্বিতীয় সহ-সভাপতি এস এম মান্নান কচি, ইউএনআইডিও‘র বাংলাদেশ প্রতিনিধি মুনিরা।
স্বাগত বক্তব্যে রিয়াজ বিন মাহমুদ বলেন, এ সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে পোশাক খাতের উৎপাদনশীলতা বাড়াতে জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার পক্ষ থেকে নীতিগত সহায়তা পাওয়া যাবে। ফলে দেশের রপ্তানি চালিকা শক্তি এই খাতকে আরো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।
জন টি স্মিথ বলেন, এ সমঝোতা চুক্তির মাধ্যমে ইউএনআইডিও, বিজিএমইএ এবং বিইউএফটি’র মাধ্যমে পোশাক খাতের স্থায়ী উৎপাদনশীলতা ও সক্ষমতা বাড়াতে কাজ করবে।
বিজিএমইএ’র দ্বিতীয় সহ-সভাপতি এস এম মান্নান কচি বলেন, এই সমঝোতা স্মারক সই পোশাক খাতের স্থায়ী প্রবৃদ্ধিতে সহায়তা করবে। বিজিএমইএ’র সদস্য কারখানার উৎপাদন সক্ষমতা বাড়বে। এতে কারখানার শ্রমিকরা উৎসাহিত হবেন। পাশাপাশি শ্রমিকদের জীবন মানের উন্নয়ন ঘটবে।