পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা অভিমুখে রোড মার্চ শুরু

পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা অভিমুখে রোড মার্চ শুরু

tistaভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ এবং তিস্তার পানি প্রত্যাহার করে উত্তরবঙ্গকে মরুভূমি বানানোর চক্রান্ত বন্ধ এবং তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে বাংলাদেশ সমাজতান্ত্রিতক দল (বাসদ) রংপুর থেকে তিস্তা অভিমুখে রোড মার্চ কর্মসূচি শুরু করেছে।

আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুর প্রেসক্লাব চত্বর থেকে লংমার্চ কর্মসূচির যাত্রা শুরু করে।

লংমার্চ যাত্রার সময় পাগলাপীর গঞ্জিপুর, চন্দনেরহাট, অবিলের বাজার, বড়ভিটা, বিন্নাকুরি, বড়ঘাট ও জলঢাকায় পথসভা এবং বিকালে তিস্তা ব্যারেজ সংলগ্ন দোয়ানী বাজারে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ শীর্ষ খবর