হলমার্কের বিরুদ্ধে আরেকটি মামলা

হলমার্কের বিরুদ্ধে আরেকটি মামলা

hol_bg_494242244ইতিহাসের বৃহত্তম ব্যাংক ঋণ কেলেঙ্কারির ঘটনায় হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও চেয়ারম্যান জেসমিন ইসলামের বিরুদ্ধে আরেকটি অর্থঋণ মামলা দায়ের করেছে সোনালী ব্যাংক।

হলমার্কের আরেকটি প্রতিষ্ঠান ববি ডেনিম লিমিটেডের কাছ থেকে মোট ৯ কোটি ৯২ লাখ ৯২ হাজার ১১৩ টাকা আদায়ের নিমিত্তে নতুন মামলাটি দায়ের করা হয়েছে।

রোববার দুপুরে সোনালী ব্যাংক লিমিটেডের পক্ষে ব্যাংকটির হোটেল শেরাটন(বর্তমান রুপসী বাংলা)শাখার কর্মকর্তা আব্দুস সালাম এ মামলা দায়ের করেন। এ নিয়ে হলমার্কের বিভিন্ন প্রতিষ্ঠানকে বিবাদী করে মোট ১০টি মামলা দায়ের হলো।

সোনালী ব্যাংকের আইনজীবী হোসনে আরা  মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। পরবর্তীতে আরও মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে গত ২৭ মার্চ হলমার্ক এক্সেসরিজ লিমিটেডের কাছে ১০ কোটি ৯২ লাখ ৫৪ হাজার ৩৮৫ টাকা, হলমার্ক স্টাইল লিমিটেডের কাছে ৯ কোটি ১৮ লাখ ৬ হাজর ৯৫৮ টাকা এবং হলমার্ক প্যাকেজিংয়ের কাছে ১ কোটি ৬০ লাখ ৬১ হাজার ৫৫৮ টাকা, ৩ মামলায় মোট ২১ কোটি ৭১ লাখ ২২ হাজার ৯০১ টাকা আদায়ের জন্য মোট ৩টি মামলাগুলো দায়ের করা হয়।

অর্থ বাণিজ্য শীর্ষ খবর