৩০ মার্চ ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ দিবস। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপি জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে একদলীয় প্রহসনের নির্বাচন করে দেশকে কলঙ্কিত ও গণতন্ত্রকে হত্যা করেছিল বলে আওয়ামী লীগের দাবি। তাদের দাবি, জনগণকে সাথে নিয়ে আজকের এই দিনে গণতন্ত্রকে পুনরুদ্ধার করে আওয়ামী লীগ।
দিবসটি উপলক্ষে বিকেল ৩ টায় ঢাকা মহানগর আওয়ামী লীগ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভার আয়োজন করেছে দলটি। এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ। এছাড়া আলোচনা সভায় বক্তৃতা করবেন বাংলাদেশ আওয়ামী লীগ ও ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
রোববার সকালে দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এ কথা জানান।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া আলোচনা সভায় অংশগ্রহণের জন্য মহানগর আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গসংগঠনসমূহের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।