গেইল, মাশরাফি, তামিমের সমস্যা কুঁচকিতে

গেইল, মাশরাফি, তামিমের সমস্যা কুঁচকিতে

ব্যাটে ঝড় তোলা ক্রিস গেইলও চোটের কাছে হেরে গেলেন। বরিশাল বার্নার্সের এই ক্রিকেটার চিটাগং কিংসের বিপক্ষে ব্যাটিংয়ের সময় কুঁচকিতে চোট পান।

তিনি যখন ৩০ রানে বরিশালের সংগ্রহ তখন ৩৫। ওই সময় রান নিতে গেলে কুঁচকিতে আঘাত লাগে। একমুহূর্ত ক্রিজে ছিলেন না। আম্পায়ারের অনুমতি নিয়ে ম্যাচ থেকে অবসরে যান। বরিশালের মিডিয়া ম্যানেজার বদিউজ্জামান রাজিব খেলাপরবর্তী সংবাদ সম্মেলনে জানান,‘গেইল অসুস্থ প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। দক্ষিণ আফ্রিকা যাওয়ার ফ্লাইটও (রাতে) বাতিল করা হয়েছে। রাতে চিকিৎসককে দেখানো হবে। এরপর বলা যাবে তিনি কবে খেলতে পারবেন। এবং কোথায় যাবেন।’

বরিশাল বার্নার্সের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন ক্যারিবিয়ান সাইক্লোন। দুই ম্যাচে আবার শতকও হাঁকিয়েছেন। প্রথম ম্যাচে ১০১ রানে অপরাজিত। পরের ম্যাচে ১১৬ রান করেন। গেইল ঝড় দেখার জন্য দর্শকরাও ছুটে এসেছেন মাঠে। গেইল থাকতেই তিনটি ম্যাচ হেরেছে বরিশাল। না থাকলে অবস্থাটা কি হয় কে জানে। শেষ দিকে তার ঢাকায় আসার কথা থাকলেও চোটে পড়ায় সেটা নাও হতে পারে। নিলামে পাঁচ লাখ ৫১ হাজার ডলারে তাকে দলে ভিড়িয়ে ছিলো বরিশাল।

চিটাগংয়ের মারকাটারি ব্যাটসম্যান তামিম ইকবাল প্রথম ম্যাচেই ফিল্ডিংয়ের সময় কুঁচকির পেশিতে চোট পান। এরপর চারটি ম্যাচ খেলতে পারেননি তিনি। চিটাগং কিংসের কোচ ডিন জোন্স সংবাদ সম্মেলনে জানালেন,‘তামিম চট্টগ্রামে খেলবে। কুঁচকিতে টান থাকায় তাকে আমরা খেলাতে পারছি না।’

ডিন জোন্সের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ায় তামিমকে খেলানো হচ্ছে না, কয়েকদিন ধরে এই আলোচনাই বেশি প্রচার পেয়েছে। জোন্সের দাবি,‘তামিম চোটের কারণেই খেলতে পারছে না। ভেতরে অন্য কিছু নেই।’

ঢাকা গ্ল্যাডিয়েটরসের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও বৃহস্পতিবার দুরন্ত রাজশাহীর বিপক্ষে খেলতে পারেননি চোট আক্রান্ত হওয়ায়। মাশরাফির সমস্যাও কুঁচকিতে।

সিলেট রয়্যালসের পেসার রুবেল হোসেনের কাঁধের ব্যথা বেড়ে যাওয়া বিপিএল থেকে ছিটকে পড়েছেন। এশিয়া কাপেও তিনি খেলতে পারবেন কি না এনিয়ে সংশয় আছে।

ঢাকার গ্ল্যাডিয়েটরসের পাকিস্তানি ক্রিকেটার আজহার মাহমুদের কোমরে ব্যথা। তিনিও দলের বাইরে। খোঁজ নিলে আরও পাওয়া যাবে। বিপিএল ক্রিকেটারদেরকে একের পর এক চোট উপহার দিচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে প্রতিযোগিতা শেষ হওয়া পর্যন্ত সংখ্যাটা কত হয় কে জানে?

খেলাধূলা