বিজ্ঞাপন প্রচারে চ্যানেল আই প্রথম, আরটিভি দ্বিতীয় এবং এনটিভি তৃতীয়

বিজ্ঞাপন প্রচারে চ্যানেল আই প্রথম, আরটিভি দ্বিতীয় এবং এনটিভি তৃতীয়

বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোতে ২০১১ সালে প্রচারিত বিজ্ঞাপন নিয়ে এক সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করেছে রায়ানস আর্কাইভস লিমিটেড। ১২টি টিভি চ্যানেলের উপর প্রকাশিত এই প্রতিবেদন থেকে জানা যায়, বিজ্ঞাপন প্রচার সংখ্যার দিক থেকে চ্যানেল আই প্রথম, আরটিভি দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে এনটিভি।

‘বার্ষিক টিভি বিজ্ঞাপন প্রতিবেদন বাংলাদেশ ২০১১’ শীর্ষক পরিসংখ্যান ভিত্তিক এই প্রতিবেদনটি প্রকাশ করা হয় ১৫ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে। এতে প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন রায়ানস আর্কাইভসের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হাসান। প্রতিবেদনে বিজ্ঞাপন সম্প্রচারের ভিত্তিতে টিভি চ্যানেল, পণ্য-ব্র্যান্ড-কোম্পানি, সম্প্রচার সময়, বিজ্ঞাপনের দৈর্ঘ্য ইত্যাদি বিষয়ে বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরা হয়। ১২টি টিভি চ্যানেলের উপর প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২০১১ সালের আগস্ট মাস ছিল বিজ্ঞাপন সময়, প্রচার এবং ব্যয়ের দিক থেকে সবচেয়ে বেশী। বিজ্ঞাপন প্রচার সংখ্যার দিক থেকে চ্যানেল আই প্রথম, আরটিভি দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে এনটিভি।

tv_biggaponব্র্যান্ড হিসেবে মোবাইল ফোন অপারেটর বাংলালিংক বিভিন্ন টিভি চ্যানেলে সবচেয়ে বেশি বিজ্ঞাপন প্রচার করেছে, যা মোট বিজ্ঞাপনের ৪.৭২ শতাংশ। বিজ্ঞাপন খাতে শীর্ষ কোম্পানির তালিকার প্রথমে আছে ইউনিলিভার বাংলাদেশ। এর পরই প্রাণ-আরএফএল গ্রুপ। বাংলাদেশে বিজ্ঞাপনের ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে প্রসাধন সামগ্রী। এরপরই আছে খাদ্য সামগ্রী। দৈর্ঘের ক্ষেত্রে ৩০ সেকেন্ড সময়সীমার বিজ্ঞাপন সবচেয়ে বেশি প্রচারিত হয়েছে ,যা মোট বিজ্ঞাপনের ২৯.০৬ শতাংশ। এরপরই আছে ২০ সেকেন্ডের বিজ্ঞাপন, যা ২৮.৫২ শতাংশ। সর্বনিম্ন ৫ সেকেন্ডের বিজ্ঞাপনও প্রচার হয়ে থাকে টিভি চ্যানেলগুলোয়।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয় টিভি বিজ্ঞাপন প্রচারসংখ্যা ২০১০ সালের চেয়ে ২০১১ সালে ১০.২% বৃদ্ধি পেয়েছে। টিভি চ্যানেলের মূল্য তালিকানুযায়ী গত বছর বিজ্ঞাপন প্রচারে প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। সম্মেলনে আহমেদ হাসান বলেন, প্রতিবেদনে উল্লেখিত বিজ্ঞাপনব্যয় স্ব স্ব টিভি চ্যানেলগুলোর মূল্য তালিকা থেকে নেওয়া হয়েছে, যেখানে মূল্যছাড়, অতিরিক্ত বিজ্ঞাপন ইত্যাদি বিবেচনায় আনা সম্ভব নয় বিধায় প্রদত্ত প্রতিবেদনে উল্লেখিত বিজ্ঞাপনব্যয়ের সাথে প্রকৃত ব্যয়ের ব্যাপক পার্থক্য থাকতে পারে।

উল্লেখ্য, রায়ানস আর্কাইভস ২০০০ সাল থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত সংরক্ষণের পাশাপাশি পর্যবেক্ষণ করে আসছে।

বিনোদন