ব্রিটেনের ইতিহাসে প্রথম সমকামী যুগলের বিয়ে

ব্রিটেনের ইতিহাসে প্রথম সমকামী যুগলের বিয়ে

indexব্রিটেনের ইতিহাসে প্রথমবারের মতো সমকামী যুগলের বিয়ে অনুষ্ঠিত হলো। সমকামীদের বিয়ে করার সপক্ষে প্রায় দশকব্যাপী চলে আসা সংগ্রাম এই প্রথম ব্রিটেনে সাফল্যের মুখ দেখলো।

পাত্রদ্বয়ের নাম শন আদল-তাবতাবাই ও সিনক্লেয়ার ট্রিডওয়ে।

শনিবার মধ্যরাত ১২:১০ মিনিটে, বৃহত্তর লন্ডনের ক্যামডেন শহরের এক টাউনহলে শতাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত আয়োজনে তারা বিয়েবন্ধনে আবদ্ধ হন।

এ অনুষ্ঠানের উপস্থিতিবৃন্দ এটিকে ইতিহাসের একটি মাইলফলক হিসেবে দেখছেন।

আদল-তাবতাবাই লন্ডনবাসী, সিনক্লেয়ার ট্রিডওয়ে একসময় যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে থাকতেন, বর্তমানে তিনিও লন্ডনে থাকেন।

কুড়ি বছর বয়েসী তরুণ ট্রিডওয়ে বলেন, মানুষ বলছে আমরা বিয়ের সংজ্ঞা পরিবর্তন করে দিচ্ছি। কিন্তু বিয়ের সংজ্ঞা আসলে নিজে থেকেই পরিবর্তিত হয়ে গেছে। এখন বিয়ের অর্থ- তেমন দুজন মানুষের মিলন, যারা পরস্পরকে ভালোবাসে।

ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এ সম্পর্কে এক বিবৃতিতে বলেন, মানুষের ভালোবাসাকে যখন কোন আইন খণ্ডন করে দিতে চায়, তখন মানুষের উচিৎ সেই আইনকেই বদলেই নেয়া।

আন্তর্জাতিক শীর্ষ খবর