জিয়াউর রহমানকে লেখা পাক সেনা কর্মকর্তার একটি চিঠি সাংবাদিকদের পড়ে শোনালেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘চলমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যের সময় তিনি এ চিঠিটি পাঠ করেন।
চিঠিতে লেখা ছিল, ‘তোমার (জিয়াউর রহমান) কৃতকর্মে আমরা সন্তুষ্ট। তোমার পরিবার পরিজন আমাদের কাছে নিরাপদে আছে।’
তিনি বলেন, ‘বিএনপির রাজনীতি মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। জিয়াউর রহমান জীবিত থাকতে কোনো দিন দাবি করেননি তিনি দেশের প্রথম রাষ্ট্রপতি। তাছাড়া কোনো কাগজেও আজ পর্যন্ত লেখা হয়নি।’
তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর পক্ষে ২৬ মার্চ এম এ হান্নান স্বাধীনতার ঘোষণা দেন। এরপর আওয়ামী লীগের নেতারা জিয়াউর রহমানের কণ্ঠে স্বাধীনতার ঘোষণা দেন। যার টেপ রেকর্ড এখনও আছে। হঠাৎ করে বিএনপি নেতারা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বানিয়ে দিলেন।’
খালেদা জিয়া ও তারেক রহমানকে ইঙ্গিত করে হাছান মাহমুদ বলেন, ‘প্রথমে কুকুরের লেজ নড়ে, পরে মাথা নড়ে। প্রথমে তারেক রহমান বললেন জিয়াউর রহমান দেশের প্রথম রাষ্ট্রপতি। এরপর তার মা (খালেদা জিয়া) একই কথার পুনরাবৃত্তি করলেন।’
হাছান মাহমুদ আরও বলেন, ‘বাংলাদেশের সংবিধানে লেখা আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের প্রথম রাষ্ট্রপতি। অতএব বিএনপির এ দাবি সংবিধান পরিপন্থী। সুতরাং তাদেরকে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিৎ। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেননি তিনি পাকিস্তানের পক্ষে গুপ্তচরবৃত্তি করেছেন।’
সংগঠনের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি হেমায়েত উদ্দিন (বীর বিক্রম), ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের স্থায়ী কমিটির সদস্য হারুন চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি প্রমুখ।