হকিতে আর ছাড় নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী

হকিতে আর ছাড় নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী

ঢাকা: “হকি অঙ্গনে খেলাধূলা নিয়ে অনেক সমস্যার কথা আমার কানে এসেছে। ফেডারেশনকে অনেক ছাড় দিয়েছি। আর সুযোগ নেই।” মঙ্গলবার হকি খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে এমন কথাই বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।

নিয়মিত হকি মাঠে রাখার দাবিতে মঙ্গলবার সাবেক ও বর্তমান জাতীয় দলের খেলোয়াড়রা ক্রীড়াপ্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেন ও স্মারক লিপি দেন। প্রতিমন্ত্রী বলেন,“হকির সাধারণ সম্পাদকের পদত্যাগ করা উচিত। হকি সভাপতিকেও সেকথা বলেছি আমি।”

খেলোয়াড়রা বিভিন্ন টিভি সাক্ষাৎকারে হকি সাধারণ সম্পাদক খন্দকার জামিলউদ্দিনের কথার প্রসঙ্গ তুলে ধরে বলেন তিনি বলেছেন তিনি তো পদত্যাগপত্র দিয়ে রেখেছেন কিন্তু সেটা গ্রহণ করা হচ্ছে না কেন। এ প্রসঙ্গে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী বলে ওঠেন,“উনি কি এতবড় হয়েছেন যে উনার পদত্যাগপত্র গৃহীত হয় না।”

২৪ অক্টোবর যুব হকির ফাইনালে খেলোয়াড়দের প্রতিবাদের পদ্ধতি পছন্দ হয়নি বলে আন্দোলনরত খেলোয়াড়দের জানান আহাদ আলী সরকার। জবাবে খেলোয়াড়রা জানান, “দেশের হকি জাদুঘরে যেতে বসেছে। সাত বছর পর জাতীয় যুব হকি হচ্ছে। জাতীয় হকি চার বছর ধরে মাঠে নেই। প্রথম বিভাগের খেলা হয়না সেটাও প্রায় তিন বছর হলো। ২০০৯ সালে প্রিমিয়ার লিগের দলবদল হলেও খেলা হয়নি।”

বিক্ষুদ্ধ খেলোয়াড়রা বলেন,“তিন বছর হকির টার্ফে কোন প্রতিযোগিতা নেই। যুব হকির ফাইনাল মাঝপথে বন্ধ করে দেওয়ায় আমাদের যদি শোকজ নোটিশ দেওয়া হয় তাহলে ফেডারেশনের কর্মকর্তাদের শোকজ নয়, ফাঁসি দেওয়া উচিত।”

আহাদ আলী সরকার বলেন, “বুধবার হকি ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হবে। তাদের কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। ক্যালেন্ডার অনুযায়ী হকি খেলা হবে। আমি না পারলেও আপনারা তালা মেরে দিয়েন।”

আন্দোলনরত খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন,“আমি আশ্বাস দিচ্ছি একটা ভালো সিদ্ধান্ত হবে। তবে পদ্ধতিগতভাবেই সবকিছু হবে। আমি আপনাদের কথা শুনে হকির অবস্থা বুঝতে পারছি। ঈদের পরই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।”

রাসেল মাহমুদ জিমি, রাসেল খান বাপ্পী, রকিফুল ইসলাম কামাল. আরিফুল হক প্রিন্স, মৌদুদুর রহমান শুভ, মশিউর রহমান বিপ্লব, আসাদুজ্জামান চন্দন, শেখ মো. নান্নু, জাহিদ, হাবুলসহ জাতীয় দলের সাবেক ও বর্তমান তারকারা।

প্রসঙ্গত, নিয়মিত হকির দাবিতে গত ২৪ অক্টোবর ঢাকা ও রাজশাহীর মধ্যকার জাতীয় যুব হকির ফাইনাল ম্যাচ মাঝপথে বন্ধ করে দেন হকি সিনিয়র খেলোয়াড়রা। ওই ঘটনায় রোববার ২৫ হকি খেলোয়াড়কে শোকজ করে ফেডারেশন।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১১

খেলাধূলা শীর্ষ খবর