রাজধানীতে পৃথক স্থানে দুই ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ও ভিডিও ক্যামেরা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
জানা গেছে, পুরান ঢাকার ইসলামবাগে আলমগীর হোসেন (৩৫) নামে এক পলিথিন ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার ভোরে ইসলামবাগ ঈদগা ময়দানের কাছে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
ব্যবসায়ীর স্বজন আবুল বাসার জানান, আলমগীর ভোর সাড়ে ৫টার দিকে পলিথিনের কারখানায় কাজ শেষে বাসায় ফিরছিলেন আলমগীর হোসেন। পথে কারখানার সামনে ঈদগাহ মাঠের কাছে ৪/৫ জন ছিনতাইকারী তার গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে আলমগীরের সঙ্গে থাকা ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। ছুরিকাঘাতে আলমগীরের মাথাসহ শরীরের বিভিন্নস্থানে কেটে যায়। পরবর্তীতে তার চিৎকার শুনে কারখানার কর্মচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, “এ ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”
এদিকে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ফকিরাপুল মোড়ে ছিনতাইকারীদের কবলে পড়েছেন ব্যবসায়ী কাজী শহীদুল্লাহ খান (৩৮)। এ সময় ছিনতাইকারীরা তাকে কুপিয়ে সঙ্গে থাকা ভিডিও ক্যামেরা ও টাকা নিয়ে যায়।
পরে আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করে।
আহত শহীদুল্লাহ জানান, তার বাসা ৪৮৭ নম্বর উত্তর শাহজাহানপুর। ওই রাতে একটি বিয়ের অনুষ্ঠানের কাজ শেষে বাসায় ফিরছিলেন। এ সময় ফকিরাপুল মোড়ে আসলেই ৩/৪ জন ছিনতাইকারী পেছন থেকে একটি প্রাইভেটকার যোগে এসে তার পথ রোধ করে মাথায় ও হাতে কোপ দিয়ে ভিডিও ক্যামেরা ও সঙ্গে থাকা টাকা মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।