দ্বাদশ শ্রেণীর ছাত্র রাজ আবিষ্কার করে এক আশ্চর্য জুতো। এই জুতোর সাহায্যে মোবাইল ফোনের ব্যাটারি চার্জ দেওয়া সম্ভব।
ওই ছাত্র ভারতের উত্তরাখন্ডের নৈনিতাদের বাসিন্দা। সংবাদসূত্রে খবর, এই জুতোয় চার্জেবল সেল ব্যবহার করা হয়েছে যার ফলে যখন যেখানে খুশি মোবাইল ফোনা চার্জ দেওয়া যাবে।
এই সেট আপ তৈরিতে ডায়নামো ব্যবহার করেছে। এই আশ্চর্য জুতো মোবাইলে চার্জ দেওয়া ছাড়াও টর্চের কাজও করতে পারে।
তবে শুধু একটা ব্যাটারি এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে। সুত্র অনুযায়ী নতুনধরনের এই মোবাইল চার্জারটি মাত্র ৫০০ টাকার বিনিময়ে কিনতে পারা যাবে।