শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে টাইগাররা।
প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশ ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই কোনঠাসা হয়ে পড়ে। তবে ওপেনার আনামুল হক ও শেষ দিকে সমালোচিত মাহমুদুল্লাহ রিয়াদ কিছুটা প্রতিরোধ গড়ে তুলে দলকে সন্মানজনক সংগ্রহ গড়তে সাহায্য করেন।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভার ১৩৮/৭ (আনামুল ৪৪, তামিম ৬, শামসুর ০, সাকিব ১, মুশফিক ২৪, নাসির ১৬, মাহমুদুল্লাহ (অপ.) ৩৩, জিয়া ০, মাশরাফি (অপ.) ৬, অমিত মিশ্র ৩/২৬, অশ্বিন ২/১৫, কুমার ১/২১, সামি ১/২৯)
বাংলাদেশ স্কোয়াড: মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), তামিম ইকবাল, আনামুল হক, মুমিনুল হক, সাকিব আল হাসান, শামসুর রহমান, মাহমুদুল্লাহ, জিয়াউর রহমান, মাশরাফি মর্তুজা, সোহাগ গাজী ও আলআমিন হোসেন।
ভারত স্কোয়াড: মাহেন্দ্র সিং ধোনী (অধিনায়ক ও উইকেটরক্ষক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, রবিন্দ্র জাদেজা, রবিচন্দন অশ্বিন, মোহাম্মদ সামি, ভুবনেশ্বর কুমার ও অমিত মিশ্র।