জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ চান সুলতানা কামাল

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ চান সুলতানা কামাল

sultana kamalজামায়াত-শিবিরকে স্বাধীনতাবিরোধী সংগঠন হিসেবে উল্লেখ করে বাংলাদেশে তাদের রাজনীতি নিষিদ্ধ করার কথা বলেছেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এ্যাডভোকেট সুলতানা কামাল।

শুক্রবার বিকালে কুড়িগ্রাম টাউন হলে ‘রুখে দাঁড়াও বাংলাদেশ’-এর আয়োজনে এক মতবিনিময় সভার আগে গণমাধ্যমকর্মীদের কাছে তিনি এ কথা বলেন।

সুলতানা কামাল বলেন, বাংলাদেশের জন্মের বিরুদ্ধে  কাজ করেছে জামায়াত। তারা জঙ্গি সংগঠন। মুক্তিযুদ্ধের সময় তাদের সাংগঠনিকভাবে গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত।

এডভোকেট এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অর্থনীতিবিদ ড. এম এম আকাশ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি তারেক আলী, স্থানীয় সিপিবি সাধারণ সম্পাদক নুর মোহম্মদ আনসার, বাসদের সমন্বয়ক মোনাব্বের হোসেন মিন্টু প্রমুখ।

মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

বাংলাদেশ শীর্ষ খবর