ইতালীর মধ্যভাগের পূর্বাঞ্চলীয় শহর মোদেনায় একটি বিশেষ স্থাপনার জন্যে মাটি খুঁড়তে গিয়ে ফুট দশেক যেতেই হাড়গোড়ের আভাস পাওয়া গেল। ক্রমেই খবর এ কান ও কান ঘুরে পৌঁছে গেল প্রত্নতাত্ত্বিক সংগঠন এমিলিয়া রোমাগনার কাছে। সংগঠনটির একজন প্রত্নতাত্ত্বিক দোনাতো লাবাতে তৎক্ষণাৎ তার দল নিয়ে এলেন। দলটি মাটি খুঁড়ে যা বের করলো- তা হয়তো তুলনাহীন এক রোমান প্রেমের গল্প।
সেখানে একজন নারী ও পুরুষকে পরস্পরের হাত ধরে পাশাপাশি শুয়ে থাকতে দেখা গেলো। তবে তারা জীবিত নন। মারা গেছেন আজ থেকে অন্তত ১ হাজার ৫০০ বছর আগে। স্ত্রী কংকালটির হাতে ব্রোঞ্জের আংটি পাওয়া গেছে। তাদের মেরুদণ্ডের অবস্থান দেখে প্রত্নতাত্ত্বিক দোনাতো লাবাতে বলেছেন, মনে হচ্ছে তাদের মুখোমুখি কবর দেয়া হয়েছিল। কিন্তু পরে পুরুষ কংকালটির মাথা বিপরীত দিকে ঘুরে যায়।
ছবির দিকে তাকালে দেখা যায়, শুধু যে পুরুষ কংকালটির মাথা অন্য দিকে ঘুরে গেছে তাই নয়, স্ত্রী কংকালটির মাথাটিও যেন পুরুষটির দিকে একটু এগিয়ে এসেছে। দেখে মনে হচ্ছে কবরের ভেতরেও হয়ে গেছে কোন মান অভিমান পর্ব।
ধারণা করা হচ্ছে কোন দুর্ঘটনায় তারা একসঙ্গে মারা গিয়েছিলেন। পরবর্তীতে, হয়তো তাদের ইচ্ছেনুযায়ীই, পাশাপাশি দুজনকে কবরস্থ করা হয়, পরষ্পরের হাত ধরিয়ে দেয়া হয়।
এ ধরনের কবর কোথাও পাওয়া গেলে যা হয়- আশপাশে আরও কবরসমেত সভ্যতার নিদর্শন পাওয়া যায়। দোনাতো লাবাতে এ ঘটনার পর নতুন আরও প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়ার আশা করেছিলেন।
এ কবরটি মাটির ১০ ফিট নিচে আবিষ্কৃত হয়। ঐ স্তরে আরও কিছু রহস্যময় শূন্য কবর খুঁজে পাওয়া যায়। দোনাতে ও তার সহকারী প্রত্নতাত্ত্বিক লিসিয়া দিয়ামান্তি, মাটির ২৩ ফিট নিচে আরও কিছু রোমান সভ্যতার নিদর্শন খুঁজে পান।
২০১১ সালের অক্টোবর মাসের ২১ তারিখ ডিসকভারি নিউজে এ খবর প্রকাশিত হয়। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, ইতালির এই মোদেনা শহরটি ১৫০০ বছর আগে মুতিনা নামে পরিচিত ছিল।