৭৪ উপজেলায় মধ্যরাতে মাঠে নামছে সেনা বাহিনী

৭৪ উপজেলায় মধ্যরাতে মাঠে নামছে সেনা বাহিনী

army80৪র্থ উপজেলা নির্বাচনে পঞ্চম ধাপে শুক্রবার মধ্যরাত থেকে ৭৪টি উপজেলায় মাঠে নামছে সেনা। নির্বাচনের ২ দিন আগে থেকে শুরু করে নির্বাচনের পরের ২ দিন পর্যন্ত সেনা সদস্যরা মাঠে থাকবে।

নির্বাচনকালে সংশ্লিষ্ট উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে নিয়মিত আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা সদস্যরা মাঠে থাকবে।

প্রতি উপজেলায় এক প্লাটুন করে সেনা মোতায়েন করা হচ্ছে। প্রতি প্লাটুনে ৩৪ জন করে সেনা সদস্য থাকবে।

প্রসঙ্গত, আগামী ৩১ মার্চ দেশের ৩৬ জেলার ৭৪ উপজেলায় চেয়্যারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়্যারম্যান পদে ভোটগ্রহণ করা হবে।

বাংলাদেশ শীর্ষ খবর