ডাক্তার আসিবার পূর্বেই রোগীটি মারা গেলেন!

ডাক্তার আসিবার পূর্বেই রোগীটি মারা গেলেন!

Sierra Exif JPEGঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে স্বজনদের পক্ষ থেকে।

কয়েক দফা ফোন করা হলেও ডাক্তার বারবারই বলছিলেন, ‘আসছি।’ সর্বশেষ যখন ফোন করা হয় তখন তিনি উত্তেজিত হয়ে যান। এরই মধ্যে রোগীর জীবন প্রদীপ নিভে যায়। কিন্তু তখনও দায়িত্বরত ডাক্তারের কোনো হদিস নেই। রোগীকে মৃত ঘোষণা করতে হয় অন্য ওয়ার্ডের ডাক্তারকে এসে।

শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা খাতের এ চরম দায়িত্বহীনতা ও অবহেলার ঘটনাটি ঘটেছে।

অবহেলাজনিত মৃত্যুর শিকার ওই ব্যক্তির নাম রাজা মিয়া (৬০)। তার বাড়ি চাঁদপুরের মতলব উপজেলার মাছুয়াখানে।

রাজা মিয়ার ছেলে নজরুল ইসলাম বাবুল বলেন, ‘শুক্রবার সকাল ১০টা পর্যন্ত আমার বাবার অবস্থা ভালো ছিল। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে ইউনিটে কোনো ডাক্তারকে পাওয়া যায়নি। দায়িত্বে থাকা নার্স সালেহা আক্তার ফোন নম্বর দিয়ে ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. আলামিনের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করতে বলেন। ডাক্তারকে ফোন দেওয়া হলে বলেন ‘‘আমি শিগগির ডাক্তার পাঠাচ্ছি।’’ ডাক্তার না আসায় আবারও ফোন দিলে তিনি একই কথা বলেন। এরপর দুপুর দেড়টার দিকে ওই ডাক্তারকে আবার কল দেওয়া হলে তিনি রাগান্বিত হয়ে গালিগালাজ করতে থাকেন।’

পরবর্তীতে অন্য ওয়ার্ডে দায়িত্বে থাকা ডাক্তারকে ডেকে আনা হলে দুপুর ২টার দিকে রাজা মিয়াকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ডাক্তার আল আমিনের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তার মোবাইলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

বাংলাদেশ শীর্ষ খবর