জুতা হাতে নিয়ে আর হাঁটতে হবে না : শিরিন শারমিন

জুতা হাতে নিয়ে আর হাঁটতে হবে না : শিরিন শারমিন

shirin_sharmin1জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৬ আসনের সংসদ সদস্য ড. শিরিন শারমিন চৌধুরী রংপুরবাসীর উদ্দেশে বলেছেন, ‘প্রতিটি ইউনিয়নে কী কী সমস্যা আছে, তা আপনাদের কাছ থেকে জেনে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।

তিনি বলেছেন, বর্ষাকালে জুতা হাতে নিয়ে কাঁচা রাস্তায় আপনাদের আর হাঁটতে হবে না। কাঁচা রাস্তায় যাতে হাঁটতে না হয় সে ব্যবস্থা করা হবে। আগামীতে পীরগঞ্জের উন্নয়নে মানুষ যেন বলতে পারে দৃশ্যমান উন্নতি হয়েছে। আমি তাই করতে চায়।’

পীরগঞ্জ উপজেলার ঝাড়বিশলা হায়াতুল উলুম আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

শিরিন শারমিন বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমরা অবিরাম কাজ করে যাচ্ছি। ২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশের তালিকায় চলে যাব। তাই দেশকে ডিজিটাল হিসেবে গড়তে আমাদের ছেলেমেয়েদের প্রস্তুত করতে হবে। তারা অনেক প্রতিভার অধিকারী, অনেক মেধাবী, তাদের জন্য যদি আমরা ঠিকভাবে সুযোগ সৃষ্টি করতে পারি। তাহলে তারা বিশ্বের যে কোন জায়গায় যেকোনো প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে।’

শিরীন শারমিন বলেন, ‘আপনাদের সমর্থন পেয়ে নির্বাচিত হওয়ার কারণেই আমি মহান জাতীয় সংসদের স্পিকার হতে পেরেছি। সে কারণে আমার প্রতি আপনাদের চাওয়া-পাওয়া একটু বেশি।’

তিনি বলেন, ‘স্কুল, শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ, মন্দিরের দায়িত্বে যারা আছেন, তারা যদি সবাই সমন্বয়ের মাধ্যমে সমস্যাগুলো আমাকে অবগত করেন তাহলে আমি সর্বাত্মকভাবে সমাধানের চেষ্টা করব।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রংপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম ছায়াদত হোসনে বকুল, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোনায়েম সরকার মানু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহারুল হক বাবলু প্রমুখ।

বাংলাদেশ শীর্ষ খবর