চাঞ্চল্যকর সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের ঘটনায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ঘাতকরা প্রথমে মেহেরুন রুনিকে, পরে সাগর সরওয়ারকে হত্যা করে।
বৃহস্পতিবার ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম এতথ্য জানান।
‘বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আমরা এ বিষয়ে নিশ্চিত হয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমরা বেশ কয়েকজন সন্দেহভাজনকে চিহ্নিত করেছি। তারা গোয়েন্দা নজরদারিতে রয়েছে।’
খুনীরা বিদেশে পালিয়ে যাবে না এমন নিশ্চয়তা কী জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, ‘পুলিশের নজরদারির বাইরে যেন সন্দেহভাজনরা যেতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।’
সন্দেহভাজনদের মধ্যে মিডিয়াকর্মী আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বেশ কয়েক পেশার লোক সন্দেহের তালিকায় রয়েছে।’
তিনি জানান, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের তদন্তে অধিক জনবল ও সামর্থ্য নিয়োজিত করেছে ডিএমপি।
উল্লেখ্য, গত শনিবার মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির লাশ তাদের পশ্চিম রাজাবাজারের ভাড়াবাসায় পাওয়া যায়।