খালেদাকে মুক্তিযুদ্ধের সম্মাননা দেওয়া হাস্যকর : সুরঞ্জিত

খালেদাকে মুক্তিযুদ্ধের সম্মাননা দেওয়া হাস্যকর : সুরঞ্জিত

suronzitআওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘খালেদা জিয়াকে মুক্তিযুদ্ধের সম্মাননা দেওয়া হাস্যকর। নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ। আপনি (খালেদা জিয়া) নতুন করে তাদের বিভ্রান্ত করতে পারবেন না।’

শুক্রবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচার বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত “জাতীয় সংগীত এর বিশ্ব রেকর্ড এবং খালেদা জিয়ার নিরবতা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা করেন।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘জাতীয় সঙ্গীতের চেতনায় জাতি যখন ঐক্যবদ্ধ ঠিক তখনই বিভ্রান্ত ছড়াতে খালেদা জিয়া ও তার পুত্র এ ধরনের উদ্ভট দাবি করেছেন। অথচ জিয়াউর রহমান জীবিত থাকতে কখনও এ ধরনের দাবি করেননি।

তিনি বলেন, ‘রাজনৈতিক, সামাজিক ও ঐতিহাসিকভাবে প্রমাণিত জিয়াই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি’- এ ধরনের কথা বলে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করার জন্য তাকে (খালেদা জিয়া) জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

সাবেক দফতরবিহীন এই মন্ত্রী বলেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগরের আম্রকাননে বাংলাদেশে প্রথম আওয়ামী লীগের নেতৃত্বে মন্ত্রিসভা গঠিত হয়। স্বাধীনতার ঘোষণা অনুযায়ী বাঙালি জাতির প্রথম রাষ্ট্রপতি হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

তিনি বলেন, স্বাধীনতার ৪৩ বছর পর মা ঢাকায় বসে, পুত্র লন্ডনে বসে নতুন তত্ত্ব আবিষ্কার করেছেন। এত দিন বলতেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। আর এখন বলছেন, তিনি ছিলেন প্রথম রাষ্ট্রপতি।

সাবেক এ মন্ত্রী বলেন, বিএনপির এ দাবির না আছে কোনো ঐতিহাসিক, গণতান্ত্রিক ও সাংবিধানিক ভিত্তি। এটা চরম ইতিহাস বিকৃতি ছাড়া কিছুই নয়।

সুরঞ্জিত বলেন, বৃহস্পতিবার বিএনপি নেত্রী খালেদা জিয়া আরেকটি কল্প কাহিনী যোগ করেছেন। এখন বলেছেন, তিনি নাকি মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি নাকি মুক্তিযুদ্ধের নির্দেশ দিয়েছেন। ৯ মাস মুক্তিযুদ্ধের সময় উনি (খালেদা জিয়া) কোথায় ছিলেন- এটা দেশের মানুষ জানে। এ ব্যাপারে কথা বলতে রাজনৈতিক নেতা হিসেবে আমার রুচিতে বাধে।

আওয়ামী লীগের এই উপদেষ্টা বলেন, খালেদা জিয়া বুঝতে পেরেছেন যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে এ দেশে রাজনীতি করা যাবে না। এ জন্যই তিনি নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করছেন।

সুরঞ্জিত বলেন, জাতি যখন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে তখন বিএনপি নেতারা বেসামাল হয়ে পাগলের প্রলাপ বকছেন। জিয়াউর রহমান নিজেও কোনো দিন দাবি করেনি তিনি দেশের প্রথম রাষ্ট্রপতি।

কৃষক লীগের অর্থ বিষায়ক সম্পাদক নাজির মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট আসাদ্দুজ্জামান দূর্জয়, সাম্যবাদী দলের স্থায়ী কমিটির সদস্য হারুন চৌধুরী,  নৌকা সমর্থক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ন কবির মিজি প্রমুখ।

রাজনীতি শীর্ষ খবর