বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক মামলায় জামিন মঞ্জুর এবং অন্য ২টি মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত। রাজধানীর রমনা থানার ১টি মামলায় জামিন মঞ্জুর করা হয় এবং রমনার অপর ১টি এবং শাহবাগ থানায় দায়ের করা ১ মামলায় জামিন নামঞ্জুর করেন আদালত।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা মুখ্য মহানগর হাকিম রেজাউল করিম জামিন আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।এর আগে সকাল ১০টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা আলমগীরকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে কারাগারে নিয়ে আসা হয়।প্রসঙ্গত, মির্জা আলমগীরের বিরুদ্ধে গত ৫ জানুয়ারি নির্বাচনের সময় সংহিসতা কর্মকান্ডসহ হত্যার অভিযোগ রয়েছে। তবে এ ঘটনায় দায়ের করা মামলায় তাকে সুনির্দিষ্টভাবে আসামি করা হয়নি।