প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের প্রতি শ্রদ্ধা রেখে শরিয়তপুর-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে না এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (এরশাদ)।
তবে এ নিয়ে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।
তিনি বলেন, ‘প্রবীণ রাজনীতিক রাজ্জাক ভাইয়ের মৃত্যুতে আসনটি শুণ্য হয়েছে। এই জাতির প্রতি তার অবদান অনেক। রাজ্জাক ভাই শ্রদ্ধেয় ব্যাক্তি ছিলেন। তার প্রতি সকলের শ্রদ্ধা থাকা উচিত।’
রুহুল আমিন হাওলাদার বলেন, ‘রাজনীতি সব সময় চলে না। মানবতা অনেক ক্ষেত্রে বড় হয়ে দাঁড়ায়। রাজ্জাক ভাই ছিলেন রাজনীতির উর্দ্ধে।’
প্রয়াত রাজ্জাকের প্রতি শ্রদ্ধা জানাতে তার ছেলের পক্ষে জাপা কাজ করতে চায় বলেও জানান জাপা মহাসচিব।’
উপনির্বাচনে প্রয়াত রাজ্জাক ভাইয়ের প্রতি সম্মান দেখিয়ে তার ছেলেকে মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগ সভাপতিকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন জাপা মহাসচিব।
জাপা মহাসচিব আরও বলেন, ‘প্রার্থী দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন পার্টির চেয়ারম্যান। এছাড়া আমরা এখনো মহাজোটে আছি, তাই মহাজোটের প্রার্থীর পক্ষেই থাকা স্বাভাবিক।’
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় এরশাদের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, শরিয়তপুর-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দেবে না জাপা।
প্রসঙ্গত, আগামী ১৪ মার্চ শরীয়তপুর-৩ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সুযোগ রয়েছে।