বলিউডের ছবিতে নির্বাসিত পাক ক্রিকেটার আসিফ

বলিউডের ছবিতে নির্বাসিত পাক ক্রিকেটার আসিফ

asifpakম্যাচ গড়াপেটার সঙ্গে যে ক্রিকেটারই জড়িয়েছেন, পরবর্তীকালে অন্য পেশায় সুনামের সঙ্গেই তাদের কাজ করতে দেখা গিয়েছে। সিনেমা জগৎ হোক কিংবা রাজনীতি, সবেতেই আবার দারুণভাবে জীবনের ‘সেকেন্ড ইনিংস’ খেলেছেন গড়াপেটায় অভিযুক্ত আজীবন নির্বাসিত ক্রিকেটাররা। রেকর্ড অন্তত সেকথাই বলছে। ভারতে পাকিস্তানী নায়ক-নায়িকা কিংবা গায়কদের কোনো অভাব নেই। বাকি ছিল শুধু ক্রিকেটারদের এখানে অভিনয় করতে আসাটা। সেটাও এবার হতে চলেছে স্পট ফিক্সিং কাণ্ডে নির্বাসিত পাক ক্রিকেটার মুহম্মদ আসিফের হাত ধরে।

বলিউডের নতুন ছবি পরিচালক ইকরাম আখতারের ‘ইন্ডিয়া মে লাহোর’ ছবিতে অভিনয় করছেন আসিফ। এই ছবির জন্য ইতিমধ্যেই লাহোর, করাচি, ইসলামাবাদ এবং দুবাইয়ে অডিশন পর্ব শেষ হয়ে গিয়েছে। গত ২০ ফেব্রুয়ারি থেকে দুবাইয়ে ছবির শুটিং-ও শুরু হয়েছে। ছবির প্রযোজকের আশা এই ছবির হাত ধরেই ভারত-পাকিস্তান দু’দেশের সম্পর্ক আরও উন্নতি হবে।

প্রাক্তন পাক পেসার আসিফ নিজের নতুন অবতার নিয়ে অবশ্য ‘সুপার এক্সাইটেড’। কারণ তিনি অভিনয়ের জগতে আসার জন্য অনেকদিন থেকেই ইচ্ছুক। এর জন্য অ্যাক্টিং ক্লাসেও ভর্তি হয়েছিলেন আসিফ। যদিও তিনি জানিয়েছেন, এখনও ক্রিকেটই তার ‘ফার্স্ট লাভ’। তিনি যে বলিউড এবং ললিউডের ছবিগুলি নিয়মিত দেখেন, সেটা জানাতেও ভোলেননি আসিফ।

বিনোদন